• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চুপ থাকার ধরে ভান 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম;
চুপ থাকার ধরে ভান 
চুপ থাকার ধরে ভান 

চুপ থাকার ধরে ভান .

মিজানুর রহমান মিজান .

মাটির এ দেহ ঘর, কল কৌশলের উপর .

থাকে জীবন ভর, একদিন হবে অবসান।। .

একটা পাখি বসত করে, সদা ব্যস্ত যাবার তরে .

রাখি কত যত্ন আদরে, তবু থাকে পেরেশান।। .

পোষি অতি যতনে, খাবার দেই না উত্তম বিনে .

অসন্তুষ্টি তবু প্রতিক্ষণে,বড়ই নিষ্ঠুর পাষাণ।। .

উডু উডু তার স্বভাব, তৃপ্ততার নিত্য অভাব .

আমার নাকি কুস্বভাব, চুপ থাকার ধরে ভান।।  .

 .

 

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ